উত্তর গাজার জাবালিয়া অঞ্চলে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে চার সেনা হারিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) আজ সকালে নিহত চার সেনার পরিবারকে এ তথ্য জানিয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
ফিলিস্তিনে ইসরাইলি আক্রমণের নতুন কেন্দ্রবিন্দু এখন উত্তর গাজা। চলতি মাসের ৬ অক্টোবর থেকে সবকিছু অবরুদ্ধ করে ওই অঞ্চলে ইসরাইলি সেনারা সেখানে নির্বিচার হামলা চালাচ্ছে। গত ২৪ দিনের বিশেষ অভিযানে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।
প্রতিবেদনে বলা হয়েছে, চার সেনার মৃত্যুর ঘটনাটি আজ খুব ভোরে ঘটে। এদের সবাই অভিজাত ‘মাল্টিডোমেন’ ইউনিটের সদস্য। এই ইউনিটের কিছু সদস্য, জাবালিয়ায় একটি ভবনে প্রবেশ করেছিল। সেনাবাহিনীর চলমান অভিযানের জন্য ভবনটি ব্যবহার করতে চেয়েছিল তারা।
ইসরাইলি বাহিনীর তদন্তে দেখা গেছে, ভবনের উপরের তলায় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়, যাতে তীব্রভাবে আক্রান্ত হয় দলটি। বিস্ফোরকটি আগে থেকে পুঁতে রাখা ছিল ভবনে।
বিস্ফোরণে ঘটনাস্থলেই চার সেনা নিহত হয় এবং একজন গুরুতরসহ আরও তিনজন আহত হয়।
নিহত সেনাদের নাম সিপিটি ইহোনাটান জনি কেরেন, স্টাফ সার্জেন্ট নিসিম মেয়তাল, স্টাফ সার্জেন্ট আভিভ গিলবোয়া, এবং স্টাফ সার্জেন্ট নাওর হাইমভ।