যশোরে যুবলীগ ও ছাত্র লীগের দুই নেতা আটক

jessore atok map

যশোর ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্র লীগের দুই নেতাকে আটক করেছে। এরা হলেন,অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক এবং তরফদারপাড়ার মৃত বারেক শেখের ছেলে আজিম শেখ (৫০) এবং যশোর জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ও নীলগঞ্জ সাহাপাড়ার নেপাল অধিকারীর ছেলে সুমন অধিকারী (২৮)।

ডিবি পুলিশের পরিদর্শক শাহিদুল ইসলাম শহিদ জানিয়েছেন,গত বুধবার রাতে অভয়নগর থেকে যুবলীগ নেতা আজিম শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা আছে। আর সুমন অধিকারীকে বুধবার রাতে নীলগঞ্জ সাহাপাড়া থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ আছে। কোতয়ালি থানায় তার বিরুদ্ধে মারামারির মামলা আছে।