যশোরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শুভ বুদ্ধির প্রতিনিধিত্ব করুক প্রথম আলো- এই আশাবাদের মধ্যদিয়ে যশোরে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার বিকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উদযাপন অনুষ্ঠান করা হয়।

বিকেল সাড়ে চারটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছাত্র- জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরাবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

কথামালা, গান ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে অনুষ্ঠান এগিয়ে যায়।

‘ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে’ – এই লালন সংগীত পরিবেশন করেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বন্ধুসভার বন্ধু আখলাক ইসলাম তামিম, কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু মনিরা খাতুন ও আনুশেহ আরাবী সকাল।

এক মিনিটের শুভেচ্ছা বক্তব্য পর্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি দীপংকর দাস রতন বলেন, ‘প্রথম আলো আমার প্রমিকা। যার সাথে আমার সম্পর্ক অম্ল-মধুর। কখনও কখনও মনে হয়- এ পত্রিকা আর পড়া যায় না। আবার এমন চমৎকার বিষয় তুলে আনে। যার জন্যে বাড়ি থেকে বের করতে পারি না’।

সাংস্কৃতিকজন হারুন অর রশিদ বলেন, ‘শুভ বুদ্ধির প্রতিনিধিত্ব করে প্রথম আলো। তারুণ্যকে ধারণ করে প্রথম আলো এগিয়ে যায়’।

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক শাহজাহান কবির বলেন, ‘প্রথম আলো শুধু সংবাদপত্রই না; সুস্থ রুচি তৈরির কারখানা’।

যশোর বন্ধুসভার সভাপতি মুরাদ হোসেন ও সদস্য সাদিয়া তাবাসসুমের সঞ্চালনায় শুভেচ্ছা কথা বলেন, কেশবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম জিল্লুর রশীদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ,যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, শহরের ডা.আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন, প্রধম আলোর প্রতিনিধি মাসুদ আলম, সাইকারি মাইকেল মধুসূদন কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক শাহদাৎ হোসেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন, সরকারি সিটি কলেজের প্রভাষক আবদুর রহিম। সমাপনী বক্তব্য রাখেন বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন।