ঝিনাইদহের মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি ছুরিকাঘাতে চালক হেলপার আহত

ঝিনাইদহের মহেশপুরে রাস্তায় গাছ ফেলে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার রাত ৩টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩ টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে ডাকাতদল ডাকাতি করার জন্য রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। সেসময় মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাতদের দেখে পালানোর সময় উল্টে যায়। সেসময় ডাকাতের ছুরিকাঘাতে কাভার্ড ভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল নামে দু’জন গুরুতর আহত হয়েছে। ডাকাতরা তাদের কাছ থেকে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও মালামাল। আহতদেরকে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। থানাতে একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। ডাকদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।