আজিজুল হাকিমের বলে ক্যাচ তুলে দিলেন চেতন শর্মা। ক্যাচটা ধরতেই উল্লাসে ভাসলো পুরো দল।
ডাগ আউট থেকে দৌড়ে এলেন বাকিরা। এই উচ্ছ্বাস তাদের প্রাপ্যই। বাংলাদেশ দ্বিতীয়বার জিতেছে যুব এশিয়া কাপের শিরোপা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে রান তাড়ায় নেমে ১৩৯ রানের বেশি করতে পারেনি ভারত।