যশোরে বিল্ডিং নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল সম্পাদক আফজাল

যশোর সদর উপজেলা বিল্ডিং নির্মান শ্রমিক ইউনিয়নের (২৪৫৭) সাবেক সভাপতি কলিম সিকদার ও সাধারন সম্পাদক ইসহাক পদত্যাগ করার পরে সভাপতি রেজাউল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক হিসেবে আফজাল হোসেন দ্বায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের ঘোপ বেলতলায় এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের প্রবীন সদস্য আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সভাপতি গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি।

সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাসেমের সঞ্চালনায় শ্রমিক ইউনিয়নের আগামীদিন গুলো শান্তি ও বৈষম্যহীন ভাবে চলার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।

অনুষ্টানের শুরুতে শ্রমিক ইউনিয়নের পক্ষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্টানে অতিথি ও ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম সরদার,দপ্তর সম্পাদক মনির হোসেন,প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ,কার্যকারী সদস্য ওমর আলি,মানিক হোসেন,খোকনসহ সংগঠনের নেতাকর্মীরা।