ভারতের গুজরাটে এক দম্পতি ৭ বছর কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরল

বিনা পাসপোর্টে ভারতের গুজরাটে গিয়ে পুলিশের হাতে আটক ও হাজতবাসের ৭ বছর পর সেখানে সেন্ট্রাল কারাগার থেকে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে রশিদ শেখ ও ঝরনা খাতুন নামে এক দম্পতিকে। রোববার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

গত মার্চ ২০১৮ সালে দালালের মাধ্যমে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করেন তারা।পরে গুজরাট অবস্থান করা কালীন গুজরাট পুলিশ কর্তৃক আটক হন।গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদেরকে হস্তান্তর করেছে। ফিরে আসা দম্পতি রা হচ্ছে যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিক পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে রশিদ শেখ (৪০)ও তারই স্ত্রী ঝর্না খাতুন (৩২)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান,পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে দুইজন কে হস্তান্তর করেছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।