যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের বৃদ্ধ প্রতিবন্ধী ছাদেক আলীর বাড়ি-ঘর ভেঙ্গে ভিটা ছাড়া করেছে দেলবার বিশ্বাসের সন্ত্রাসী বাহিনী। প্রতিবন্দী ছাদেক আলী এখন ভিটে বাড়ি ছাড়া অতি মানবেতর ও কস্টে জীবন যাপন করছেন। দখলদার দেলবার প্রভাবশালী হওয়ায় তিনি স্থানীভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার স্বজনেরা।
লিখিত বক্তব্যে প্রতিবন্ধী ছাদেক আলীর পক্ষে তার ছোট ভাইয়ের স্ত্রী মাজেদা বেগম জানিয়েছেন, মাহিদিয়া মৌজায় আরএস ৯৯৩ দাগের ২৫ শতক জমিতে পৈত্রিক সুত্রে প্রপ্ত বসত বাড়ি। দীর্ঘ বছর ধরে এ জমির মধ্যে সাড়ে ১৫ শতক জমি নিজের দাবি করে দখলের ষড়যন্ত্র করে আসছিল দেলবার বিশ্বাস। জমি দখলে ব্যর্থ হয়ে দেলবার বিশ্বাস ২০১৫ সালে ল্যন্ড আর্ভে আদালতে মামলা করে। দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালের ২৫ জুন আদালত দেলবার বিশ্বাসের বিপক্ষে রায় দেয়।
তিনি বলেন, রায় আমার অনুকুলে আশায় দেলবার বিশ্বাস ও তার স্বজনেরা আমার পরিবারের উপর চরম ভাবে ক্ষিপ্ত হয়। খুন-জখমসহ জমি দখলের হুমকি দিতে থাকে। এরই জের ধরে দেলবার বিশ্বাস ও তার লোকজন গত ২১ জানুয়ারি আমার বাড়িতে চড়াও হয়ে বাড়ি-ঘর ভাংচুর ও গাছপালা কেটে জমি দখল করে নেয়। আমি প্রতিবন্ধী হওয়ায় প্রতিবাদ করে কোন ফল হয়নি। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তহীনতায় ভুগছিল। এ ঘটনায় গ্রামের কারো কাছে আমি ন্যায় বিচার পায়নি। প্রশাসনের কাছে তিনি ন্যায় বিচার কামনা করে বসত বাড়ি থেকে দখলদার উচ্ছের কামনা করেছেন।