জাতীয় ব্লাইন্ড দলকে সংবর্ধনা ও প্রীতি ম্যাচ হবে

যশোর ব্লাইন্ড ক্রিকে ট ক্লাবের এক সংবাদ সম্মেলন বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল গত ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত টি-২০ ব্লাইন্ড বিশ্বকাপ টুর্ণামেন্টে অংশগ্রহন করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। জাতীয় এ দলে যশোরের ২ খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে যশোরের আসমত আলী বিশ্বকাপে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন।

এ উপলক্ষে যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব জাতীয় ব্লাইন্ড দলকে সংবর্ধনা প্রদান ও প্রীতি ম্যাচের আয়োজন করেছে। যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাসা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় ক্লাবের দুই সহসভাপতি এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল ও এস এম তৌহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানানো হয়, কাল ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাঁচতে শেখা মিলনায়তনে জাতীয় ব্লাইন্ড দলকে সংবর্ধনা প্রদান করা হবে।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান , যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের উপদেষ্টা চিন্ময় সাহা ও বিবিসিসি চেয়ারম্যান মাহবুবুর রহমান। এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় দলের সাথে প্রীতি ম্যাচ হবে। এদিন সকাল ১০ টায় মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) এ খেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি থাকবেন ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মাদ শফিকউজ্জামান , এ জেড এম সালেক এবং সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন খোকন।২০১১ সালের ১৯ নভেম্বর যশোর রাইড ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয়। সেই থেকে যশোরের খেলোয়াড়দের সাফল্য বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এ পর্যন্ত যশোরের মোট ৮ জন খেলোয়াড় জাতীয় দলের খেলোয়াড় হিসেবে ভারত, পাকিস্তান, দুবাই, বার্মিংহাম, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার বিভিন্ন টর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। তারা হলেন, মনিরুজ্জামান, মোহাম্মাদ শিহাব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, আসমত আলী, সোহাগ মোল্লা, আলী হোসেন, ইলবাজিন হোসেন ও মোহাম্মদ আলম।