যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালিগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ও তারুন্যের উৎসবের উদ্ধোধন করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত উপ-পরিচালক ডঃ মোশাররফ হোসেন।
সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি সহ কৃষক কৃষাণী।
পরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।