যশোর জেলা বিএনপির সম্মেলন, সংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম

যশোর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফল ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম সংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেণ।এ নেতার তৃণমূল পর্যায়ে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। তৃণমূলের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে সর্বাধিক ভোটে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। তারা বলেন রবিউল ইসলামের যোগ্যতা ও সততা তৃণমূলের তরুণ নেতাদের মন জয় করেছে।

সেক্ষেত্রে অতীত রাজনৈতিক ক্যারিয়ারের সার্বিক দিক বিবেচনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসাবে শক্ত অবস্থনে রয়েছেন রবিউল ইসলাম। ছাত্রদল দিয়ে শুরু করা তার ২৭ বছরের রাজনৈতিক জীবনের দলের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেও কর্মজীবনে না গিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের রাজনীতি করে চলেছেন। যার ফলশ্রুতিতে বর্তমান তিনি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৯-২০২২ সাল পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৭-২০১৯ সাল পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলেরর কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি (খুলনা বিভাগ) দায়িত্বে ছিলেন। ২০১০-২০১৮ সাল পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখা সভাপতি। ২০০২-২০১০ সাল পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখা সাধারণ সম্পাদক।

 

১৯৯৭-২০০১ সাল পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি। ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল যশোর পৌর শাখার যুগ্ম সম্পাদক। ১৯৯৯-২০০৩ সাল পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল ৩ নম্বর ওয়ার্ড যশোর পৌর শাখার সভাপতি ছিলেন। ১৯৯৯-২০০০ সাল পর্যন্ত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। ১৯৯৮-১৯৯৯ সালে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট নির্বাচিত জিএস ছিলেন। ১৯৯৭-১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন একই কলেজের এজিএস। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে হয়েছেন হয়রানির শিকার। ৩৪ টি মামলার আসামি হয়ে খেটেছেন দীর্ঘ কয়েদ জীবন।