যশোরে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

jessore atok map

যশোরের মণিরামপুরে নাতনিকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। লুৎফর এক মাস ধরে তার ১২ বছর বয়সী নাতনিকে নিগ্রহ চালিয়ে আসছিলো। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লুৎফর রহমান গাজী মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের বাসিন্দা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, লুৎফর রহমান গাজী এক মাস আগে তার নাতনিকে ধর্ষণ করেন। এর আগে থেকেই তার স্পর্শকাতর স্থানে হাত দিতো। ওই কিশোরী বিষয়টি তার দাদি খোদেজা বেগমকে জানায়।

তিনি তার স্বামীকে সতর্কও করেছিলেন। এরপরও যৌন নিগ্রহ বন্ধ হয়নি। সোমবার যখন ওই কিশোরীর চাচাতো নানি তাদের বাড়িতে বেড়াতে আসেন। তখন মেয়েটি তার কাছে সব খুলে বলে। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ লুৎফর রহমানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নির্যাতিত কিশোরীর দাদি খোদেজা বেগম জানান, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী। তিন বছর আগে বৌমা তাদের ছেড়ে চলে যান। তার স্বামী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে।

ওসি নূর মোহাম্মদ গাজী জানান, নির্যাতিত কিশোরীর চাচাতো নানী রাশিদা খাতুন বাদী হয়ে লুৎফর গাজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। লুৎফর রহমানকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।