ঈদে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য যশোর রেলওয়ে পুলিশের অভিনব আয়োজন

আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ি ফিরতে যাত্রী সেবা নিশ্চিত করতে কাজ করছে রেলওয়ে পুলিশ। যশোর রেলওয়ে পুলিশ খুলনা পুলিশ সুপার
নিকুলিন চাকমার নির্দেশে যশোর জিআরপি পুলিশের সদস্যরা এর সেবা দিতে দিনরাত স্টেশন এলাকায় নিরাপত্তা দিচ্ছে।

রেলওয়ে পুলিশ বিভিন্ন জেলায় যাতায়াতকারী যাত্রীদের সেবার মান বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। অপেক্ষমান যাত্রীরা স্টেশনে অবস্থান করাকালীন সময়ে হ্যান্ড মাইকে বিভিন্ন ধরনের সচেতনামূলক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন। যাতে করে ইদের ছুটিগামী ও ছুটি থেকে ফেরত যাত্রীদের বিশেষ সেবা দানের জন্য “লস্ট এন্ড ফাউন্ড সেন্টার ও তথ্য কেন্দ্র” চালু করা হয়েছে।

যাত্রী সাধারণের কোন কিছু হারিয়ে গেলে বা কোন তথ্য প্রয়োজন হলে যাতে হয়রানির স্বীকার না হতে হয় এবং খুব সহজে রেলওয়ে পুলিশ এর সেবা নিতে পারে সে লক্ষে স্টেশন এলাকায় সেবামূলক একটি রেলওয়ে পুলিশের বুথ বসানো হয়েছে। গত ২৭শে মার্চ থেকে আগামী ৮ ই এপ্রিল পর্যন্ত এই বিশেষ সেবার ব্যবস্থা করা হয়েছে।

এসেবা অব্যাহত থাকবে বলে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়েছে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচাজ’ এসআই(নি:)মনিতোষ বিশ্বাস বলেন,খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার নিকুলিন চাকমা সহকারী পুলিশ সুপার,শফিকুল ইসলাম ও খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচাজ’ফেরদৌস আলম খানের, নির্দেশনা মোতাবেক যশোর রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের গত বছরের ন্যায় এবার ও সবোচ্চ সেবা নিশ্চিত করবো ।

উল্লেখ এসআই মনিতোষ বিশ্বাস গত বছর ঈদ কেন্দ্রিক যাত্রীদের অসামান্য সেবা দানের জন্য খুলনা রেলওয়ে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন।খুলনা রেলওয়ে জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার রবিউল হাসান তাকে ক্রেস্ট ও নগদাথ’ দ্বারা পুরষ্কৃত করেন।