ঝিকরগাছায় পরিত্যক্ত পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা নগর গ্রামের একটি মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গত (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আকবর আলীর মাছের ঘেরে কাদার মধ্যে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো দেখতে পায় স্থানীয় কিশোর সিয়াম হোসেন (১২)। খবর পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, পিস্তল ও গুলিসহ উদ্ধারকৃত সামগ্রী পুলিশ হেফাজতে রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশের ধারণা, কোনো অপরাধীচক্র গোপনে অস্ত্রটি ফেলে রেখে গেছে।