যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি গণিত (আবশ্যিক) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতক্ষীরার দুটি কেন্দ্রে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ৮৫৭ জন, অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৭৩ জন। বহিষ্কৃতদের মধ্যে তালা উপজেলার একটি কেন্দ্র থেকে ১ জন এবং নওয়াবেকী কেন্দ্র থেকে ৩ জন রয়েছে।