“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১ মে) যশোরে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র্যালি।
সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি বকুলতলা মোড়, দড়াটানা মোড় ঘুরে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিটি ছিল উৎসবমুখর।
র্যালিতে সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা এনএসআই-এর উপপরিচালক সুমন বিশ্বাস, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শ্রমিকদল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি তানভীরুল ইসলাম শাওন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল এবং জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুর্তজা হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী।
র্যালির মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ পরিবেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র সাংবাদিক কলামিস্ট যশোরের প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সহ-সভাপতি বিএম আসাদ, সিনিয়র সাংবাদিক শেখ আবদুল্লাহ হুসাইন ও
তরিকুল ইসলাম তারেক প্রমুখ।