যশোরের একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মো. বাপ্পী হোসেন (৩০) গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে। র্যাব-৬, যশোর এবং র্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বেরাইদেরচেলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ১৬ এপ্রিল রাতে বাপ্পী হোসেন পূর্বপরিচিত যশোরের গাইদগাছি গ্রামের এক নারীর বাসায় গিয়ে কৌশলে দরজা খুলতে বলেন। নারী দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি মুখ চেপে ধরে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে বাপ্পী আত্মগোপনে চলে যান। র্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাপ্পী হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৬, যশোরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।