
নোয়াখালী প্রতিনিধি:
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
আজ রোববার (৪ মে) সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মাইজদী কোর্ট স্টেশনে রেললাইনে অবস্থান নেন। এর ফলে ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল এক ঘণ্টার জন্য বন্ধ থাকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম জানান, ২০২৩ সালে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনো তা চালু না হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাস সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করছে। শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যাবশ্যক।
আন্দোলনে অংশ নেওয়া একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও ট্রেন চালু না হওয়ায় তারা শান্তিপূর্ণ আন্দোলনে বাধ্য হয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে কোনো ইতিবাচক সাড়া না পেলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মাইজদী কোর্ট স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অবরোধের কারণে সকাল ৬টায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অবরোধকারীরা সকাল সাড়ে ৭টায় অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।