যশোরে সাদী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ সন্ত্রাসী আটক

যশোর শহরের রেলগেট মডেল মসজিদ পাড়ার মীর সাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছি ডিবি পুলিশ। সোমবার রাতে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়ার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৪ সন্ত্রাসীকে হত্যাকাণ্ড সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ এর জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক শীর্ষ সন্ত্রাসীরা হচ্ছে , শহরের বেজপাড়া চোপদার পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম অভি, রেলগেট কলাবাগান এলাকার আবুল বাশার মোল্লার ছেলে তুহিন মোল্লা, নাজির শংকরপুর হাজারী গেট এলাকার মিন্টু রহমানের ছেলে তানভীর রহমান ও চঁাচড়া রায়পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা সাংবাদিকদের বলেছেন, ১৭ মার্চ রাতে রেলগেট মডেল মসজিদ পাড়ায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে খুন হন ব্যবসায়ী মীর সাদি। তিনি একই এলাকার মীর শওকত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার দুই জনের নাম উল্লেখসহ অপরিচিত ৫/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

তিনি আরো বলেন,ডিবি পুলিশের একটি টিম শহরের পুলেরহাট, শংকরপু্র, চঁাচড়া রায়পাড়া ও মুড়লিতে অভিযান চালিয়ে মীর সাদী হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়। তারা মীর সাদি হত্যাকাণ্ডে ট্যাটু সুমন ও মেহেদীকে সহায়তা করেছিলো। হত্যাকাণ্ডের পরপরই পুলিশী গ্রেফতার এড়াতে তারা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলো।

আটককৃ সন্ত্রাসীদের মধ্যে তুহিন মোল্লার বিরুদ্ধে ২৯টি, সাইফুল ইসলাম অভির বিরুদ্ধে ১টি, বিপ্লব হোসেনের বিরুদ্ধে ৩টি এবং তানভীর রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।