যশোরের চৌগাছা পৌর এলাকার চাঁদপুর এবং জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে সৌর শক্তিচালিত দুটি সেচ পাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে পৃথক দুটি অনুষ্ঠানে এ সেচ পাম্পগুলোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর স্বপ্নকুড়ি নারী কল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি সোনিয়া বেগম এবং মাড়ুয়ার বিলপাড় মাঠে প্রভাতি নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি রেবেকা বেগমের নিকট পাম্পের চাবি হস্তান্তর করেন ইউএনও।
উদ্বোধনের আগে উভয় স্থানে দুটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যশোরের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মনিরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ফারজানা ইসলাম। রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন এবং উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যশোর জেলার কারিগরি পরামর্শক শেখ তানভীর হোসেন, যশোর জেলা বিএডিসির উপ-সহকারী কর্মকর্তা আদনান আল বাচ্চু, ঢাকা শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম রিফাত, আরআর এফ এর প্রোডাকশন মার্কেটিং ফ্যাসিলিটেটর আকাশ চক্রবর্তী, প্রজেনজিৎ বর্মনসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জলবায়ু-বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সৌর শক্তিনির্ভর এসব সেচ পাম্প স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কৃষি উৎপাদনে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। এই উদ্যোগ কৃষকের সেচ খরচ কমিয়ে এনে তাদের আর্থিকভাবে লাভবান করবে।
উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়ন করেছে রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), সহযোগিতায় রয়েছে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।