আগামি ১৬ মে খুলনায় তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ’’ সাফল্যার লক্ষে বেনাপোলে পুর্ব প্রস্তুতি মুলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা জাতিয়তাবাদি যুবদল ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুন্যের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৫টার সময় বেনাপোল সোনালি ব্যাংক চত্বরে শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা।
প্রধান অতিথি আনছারুল হক রানা বলেন, ফ্যাসিবাদি আওয়ামীলীগ পতনের পর বর্তমানে বাংলাদেশের মানুষ হত্যা খুন,গুম হামলা মামলা থেকে স্বস্তিতে আছেন। আমরা চাই না এদেশে শেখ হাসিনার পতিত সরকার আবার পুনপ্রতিষ্টিত হোক। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এদেশে যে ভাবে খুন গুম হয়েছে হাসিনার পিতার শাসন আমলে তার চেয়ে কয়েকগুন অত্যাচারি শেখ হাসিনা এদেশের মানুষকে খুন গুম মামলা হামলা নির্যাতন করে মানুষকে স্বস্তিতে থাকতে দেয়নি। শেখ হাসিনা আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। তার মত জালিম সরকার যেন স্বাধিন সার্বোভৌম বাংলাদেশে যেন আর প্রতিষ্ঠিত না হয় সে লক্ষে বাংলাদেশ জাতিয়তাবাদি দল বিএনপিকে কাজ করে যেতে হবে। আমরা এদেশে শান্তি চাই স্বস্তি চাই।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ও তার পরিবার যে ভাবে এদেশের অর্থ সম্পদ লুটপাট করেছে তা দিয়ে এদেশকে মালায়েশিয়া সিঙ্গপুরের মত উন্নত করা সম্ভব ছিল। প্রতিটি খাতে সে এবং তার পরিবার ও তার মন্ত্রী এমপিরা দুর্নীতি করে দেশটাকে ঋনগ্রস্থ করেছে। আমরা এই নির্লজ্জ বেহায়া বে স্মরম হাসিনার বিচার দাবি করছি। তাকে দেশে ফিরিয়ে এনে জনগনের কাঠগড়ায় দাড় করিয়ে বিচার করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, আমরা বিগত পতিত সরকারের ১৬ বছরের সকল অপকর্মের বিচার দাবি করছি। যে ভাবে শেখ হাসিনা এদেশে ভোট চুরি করে মানুষকে জিম্মি করে আয়না ঘর বানিয়েছে আর যেন এরকম আয়না ঘর এদেশে না হয় তা বিএনপির নজরদারিতে থাকবে। আমরা এদেশের মানুষকে সাথে নিয়ে সুন্দর সুখি সমৃদ্ধি দেশ গড়তে চাই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু , সাবেক সংসদ সদস্য যশোর ৮৫(শার্শা-১) মফিকুল হাসান তৃপ্তি , শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী।
যশোর জেলা যুবদল এর যুগ্ম আহবায়ক ইমদাদুল হক, যশোর জেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব আসলাম বেনাপোল পৌর যুবদল এর সদস্য সচিপ মোঃ রায়হানুজ্জমান দিপু, যুবদল নেতা সেলিম হোসেন আশা, মো: শহিদুল ইসলাম শহিদ,মোঃ ওমর ফারুক,। শার্শা উপজেলা ছাত্রদল এর আহ্বয়াক মোঃ শরিফুল ইসলাম চয়ন।