ঝিনাইদহের শৈলকূপায় মদ্যপান করে নয়ন দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গাড়াগঞ্জ এলাকার চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পেশায় নরসুন্দর নিহত নয়ন ওই গ্রামের রবি দাসের ছেলে।
নিহতের স্ত্রী দিপা দাস জানান, তার স্বামী নয়ন মাঝে মাঝে মদ পান করে বাড়িতে ফিরতেন। মঙ্গলবার রাতে নয়ন দাস মদ পান করে বাড়িতে এসে অতিরিক্ত বমি করতে থাকেন। এরপর বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে নয়ন মারা যায়।
ঝিনাইদহ সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রাজিয়া সুলতানা জানান, নিয়মিত এ্যালকোহল পান করার কারনে নয়নের লিভারে সমস্যা ছিলো। সে কারনেই তার মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “নিয়মিত এ্যালকোহল পান করার কারনে নয়ন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।