যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন তারেক

যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেক। শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।

এদিন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন। তারই প্রেক্ষিতে সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।