মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মকর্তারা আউটসোর্সিং বাতিল ও রাজস্বকরণের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন। শনিবার সকালে কালেক্টর চত্বরের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন এ প্রকল্প ৩২ বছর ধরে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ শিক্ষা এবং ইমাম-মুয়াজ্জিনসহ অনেকের কর্মসংস্থানে ভূমিকা রাখছে। তবে এখন পর্যন্ত পাঁচটি প্রকল্পের জনবল রাজস্বখাতে অন্তর্ভুক্ত হয়নি এবং বেতনও বাড়েনি।
তারা অবিলম্বে রাজস্বকরণ, ঈদের আগে বেতন-ভাতা প্রদান ও আউটসোর্সিং পরিকল্পনা বাতিলের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা।