যশোর সীমান্তে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে ৪৯ বিজিবি।

শনিবার সন্ধ্যায় বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে বিজিবির টহলদল। আটককৃত ব্যক্তি শ্রী জয়ন্ত দত্ত (৩৪), ভারতের উত্তর ২৪ পরগনার জয়ন্তপুর গ্রামের বাসিন্দা এবং ভারতীয় একটি পণ্যবাহী ট্রাকের চালক।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, তিনি ভারত থেকে হেরোইন এনে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে চোরাকারবারীদের মোটরসাইকেলে ওঠার সময় ধরা পড়েন।

জব্দকৃত হেরোইন ও মোটরসাইকেলের মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।
আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।