যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৭ লাখ ৪২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য, কসমেটিকস, ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
সোমবার (১৯ মে) বেনাপোল, হিজলী, আমড়াখালী চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় চালানো অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল, শাড়ি, থ্রি-পিস, চকলেট, তামাক, সিএনজি, ঔষধ ও কসমেটিকস আটক করা হয়।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।