বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা জামিল আটক

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদককে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহমেদ।

আটক জামিল আহম্মেদ (৪২) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক।তার পাসপোর্ট নম্বর-AO,3566539। গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ইব্রাহিম আহমেদ বলেন,আমাদের কাছে গোপন খবর ছিল কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এ পথ দিয়ে ভারতে যাবেন’ এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন অবস্থানে থাকে।পরে জামিল তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখানে
স্টপ লিস্টে তার পাসপোর্ট থাকায়

জিজ্ঞাসাবাদ করলে সে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক বলে স্বীকার করে। এ সময় তাকে আটক করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাকে পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি বলেন,বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন। যাতে বিগত আওয়ামীলীগ সরকারের কোন এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা কর্মীরা পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।