যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ইলিয়াস হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাউলিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং কচুয়া ব্রিজ সংলগ্ন একটি মার্কেটের মুদি দোকানী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ মে, সোমবার আনুমানিক বিকাল ৫’টার দিকে বৃষ্টি শুরু হয়। এসময় ইলিয়াস তার দোকানের বেঞ্চে উপর শুয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করেন, তার পায়ে কিছুতে কামড় দিয়েছে। তিনি বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে দোকানদারি করতে থাকেন। কিন্তু সন্ধ্যার দিকে তার পায়ে ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে। আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস’কে মৃত ঘোষণা করেন।
ইলিয়াসের মামা, শ্রমিক নেতা আনোয়ার হোসেন জানান, দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় দুই বছর পূর্বে দেশে ফিরে রূপদিয়া বাজারের কচুয়া ব্রিজ সংলগ্নে দোকান ঘর নিয়ে মুদি ব্যবসা শুরু করেন। তার পাশের দোকানদার রবিউল ইসলাম বলেন, “ইলিয়াস ছিল ভদ্র, শান্ত স্বভাবের ও সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ।
কারও সঙ্গে কখনও তিক্ততা হয়নি। তার এমন মৃত্যু আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে।” মৃত্যুকালে ইলিয়াস হোসেন মা-বাবা, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান রেখে গেছেন। মঙ্গলবার জোহরের নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় রূপদিয়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীগনের মাঝে ও তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।