যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের শোক

jessore map

প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য ও দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।

আজ বিকেলে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সাংবাদিক সৈয়দ সাহাবুদ্দিন আলমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এঘটনায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগ্ফেরাতও কামনা করেছেন। এছাড়া অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার।