ধাক্কা খেলো স্বাগতিক রাশিয়া

russiaস্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হার দেখলো টুর্নামেন্টের আয়োজক দেশ রাশিয়া। বুধবার ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার কাছে ১-০ গোলে হার দেখে তারা। এবারের আসরের মূলপর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় অস্ট্রিয়া। এদিন নিজ মাঠে ম্যাচের ২৮তম মিনিটে অস্ট্রিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জার্মান ক্লাব শালকার মিডফিল্ডার আলেকজান্দ্রো স্কোপ।

আগামী মঙ্গলবার তুরস্কের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে রাশিয়া। এবারের আসরে ‘এ’ গ্রুপে স্বাগতিক রাশিয়ার প্রতিপক্ষ সৌদি আরব, উরুগুয়ে ও ২৮ বছর পর বিশ্বকাপ খেলা আফ্রিকার দেশ মিশর।
এবারের আসরের উদ্বোধনী দিনে এশিয়ার দেশ সৌদি আরবের মুখোমুখি হবে রাশিয়া। এ নিয়ে এগারো বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে রাশিয়া। এবারের আসরের আয়োজক দেশ হওয়ায় বাছাইপর্বে খেলতে হয়নি তাদের।

১৯৫৮তে সর্বপ্রথম বিশ্বকাপে অংশ নেয় রাশিয়া। সে আসরে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় তারা। বিশ্বকাপে রাশিয়ার বড় সাফল্য একবার সেমিফাইনাল খেলা। সেটি ১৯৯৬’র ইংল্যান্ড বিশ্বকাপে। গত ব্রাজিল বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বেই বিদায় নেয় রাশিয়া। বিশ্বকাপে এ পর্যন্ত ৪০ ম্যাচ খেলে তারা। এর মধ্যে ১৭ ম্যাচে জয়ের বিপরীতে হার দেখে ১৫ ম্যাচে। বাকি ৮ ম্যাচ ড্র হয়।