বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমাররা

Brazil v Argentina - 2018 FIFA World Cup Russia Qualifierস্পোর্টস ডেস্ক: রোববার অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ব্রাজিল। গোল তিনটি করেছেন ব্রাজিলের তিন তারকা গ্যাব্রিয়েল জেসুস, নেইমার ও ফিলিপে কুতিনহো। ইনজুরি কাটিয়ে এদিনই ব্রাজিলের প্রথম একাদশে ফিরেছিলেন নেইমার। আর ফিরেই দারুণ এক গোল—ইঙ্গিত দিলেন পুরো ছন্দেই আছেন তিনি। সেই সাথে জানালেন, বিশ্বকাপ নিয়ে তাদের স্বপ্ন ক্রমেই বড় হচ্ছে।

এদিন ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রাজিলিয়ান এই সেনসেশন বলেছেন, ‘স্বপ্নের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। আপনি বলতে পারেন, আপনি ব্রাজিলিয়ান এবং আপনি স্বপ্ন দেখতে পারেন। আমরা স্বপ্ন দেখেই চলছি। স্বপ্ন দেখতে নিষেধ নেই।’

তবে প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার কঠিন ট্যাকেলে বিরক্ত নেইমার। তিনি নিজেও বেশ ক’বার শিকার হয়েছেন প্রতিপক্ষের কঠিন ট্যাকেলের। বিষয়টি নিয়ে নিজের বিরক্ত গোপন করেননি ২৬ বছর বয়সী বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার, ‘আমরা আজ ইউএফসির (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের) জন্য প্রস্তুত ছিলাম। তবে ভালো বিষয় যে দলের সবাই চোটমুক্ত আছে।’

এদিকে বিশ্বকাপের আগে সর্বশেষ ম্যাচে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী কুতিনহো। নিজেও পেয়েছেন গোল। ২৫ বছর বয়সী বার্সেলোনার এই অ্যাটাকিং মিড ফিল্ডার বলেছেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচ চিল এটা। আমরা এই জয়ের যোগ্য ছিলাম, আমরা খুব ভালো খেলেছি। এটা আমাদের আত্মবিশ্বাসী করেছে।’

এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে ব্রাজিলের ছন্দময় পারফরম্যান্সে উচ্ছ্বসিত জেসুসও। ২১ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড বলেছেন, ‘এই ধরনের পারফরম্যান্স লেভেলে পৌঁছানোর জন্য বিশ্বকাপের আগে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ।’

ভিয়েনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে জেসুসের করা গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে নেইমার ও কুতিনহো গোল করেন। নেইমার গোল করে ছুঁয়েছেন রোমারিওর ৫৫ গোলের রেকর্ড। রোমারিওর সঙ্গে যৌথভাবে এখন ব্রাজিলের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমার। ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ ৭৭ গোল পেলের। ৬২ গোল রোনাল্ডোর। সূত্র : ডেইলি মেইল।