মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে বাগেরহাটের ঐতিহ্যবাহি ষাটগম্বুজ মসজিদে। এ মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত, দ্বিতীয়টি সকাল ৮ টা ১৫ মিনিটে ও তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রান মুসল্লীদের ঐতিহ্যবাহি ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে অংশ নেয়ার সুযোগ করে দিতে বাগেরহাট জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।
ওয়ার্ল্ড হ্যারিটেজ ষাটগুম্বুজ মসজিদে ঈদের জামায়াতে মুসল্লীদের নিছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত থাকবে।
বাগেরহাটে ষাটগুম্বজ মসজিদের পাশাপাশি এবার খানজাহান আলী মাজার জামে মসজিদ, পুরাতন কোর্ট জামে মসজিদ, মিঠাপুকুর জামে মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালহা জামে মসজিদ, ফলপট্টি জামে মসজিদ, সরুই হাজী আরীফ জামে মসজিদ ময়দান, নতুন কোর্ট জামে মসজিদ এবং দশ গম্বুজ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, সকাল ৭টা ৪৫ মিনিটে আলীয়া মাদ্রাসা ময়দানে, সকাল ৮ টা ১৫ মিনিটে সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, সকাল সাড়ে ৮ টায় পিসি কলেজ ময়দান ও দশানী আরাফাত মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।