শপথ নিলেন খুলনার মেয়র খালেক

talukder abdul khalek-khulnaঢাকা: খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক ও নির্বাচিত ৪১ জন কাউন্সিল শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ তাদের শপথ বাক্য পড়ানো হয়।

এদের মধ্যে মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

প্রসঙ্গত, গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।