জীবন থেমে থাকবে না এটাই ফুটবল: কুটিনহো

kotinhoস্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। শ্বাসরুদ্ধকর লড়াই করেও আসর থেকে বিদায় নিতে হলো আসরের সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। এই হারের পর অনেক সমালোচিত হতে হবে সেলেসাওদের। কিন্তু সবকিছুই মেনে নিলেন ব্রাজিল মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো।

পরাজয় মেনে নিয়ে তিনি জানান, জীবন থেমে থাকবে না, এটাই ফুটবল। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পা রাখে ব্রাজিল। তারকায় পরিপূর্ণ দলটি নিজেদের নামের প্রতি সুবিচার করেই এসেছিল কোয়ার্টার ফাইনালে। আগের চার ম্যাচে প্রতিপক্ষের জালে সাত গোল দেয়ার বিপরীতে হজম করেছে মাত্র এক গোল।

এ নিয়ে গত চার বিশ্বকাপের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো সেলেসাওরা। প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে ব্রাজিল চেষ্টা করেছে বলেন কুটিনহো। শুক্রবার ম্যাচশেষে তিনি বলেন, ফাইনাল পর্যন্ত যেতে চেয়েছিলাম আমরা। নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি। হয়তো ভাগ্য আমাদের সহায় ছিল না। এখন সবদিক থেকেই সমালোচনা শুনতে হবে। আমরা সব সমালোচনা মেনে নিতে প্রস্তুত রয়েছি। তবে জীবন থেমে থাকবে না, এটাই ফুটবল। এখানে আপনি জিততেও পারেন আবার হারতেও পারেন। আমরা ব্যথিত, কারণ সবার মতো আমরাও জিততে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ব্যর্থ হয়েছি।

সর্বশেষ ২০১৪ সালে নিজ দেশে আয়োজিত আসরের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল।