পদত্যাগ করলেন হিয়েরো

spen cochস্পোর্টস ডেস্ক: স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কোচ ফার্নান্দো হিয়েরো। এমনকি দলটির ক্রীড়া পরিচালকের পদেও আর থাকবেন না বলে জানিয়েছেন ৫০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

গতকাল এ নিয়ে এক বিবৃতিতে স্পেন ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানায়, অনেক পথ চলার পর ফার্নান্দো হিয়েরোর সঙ্গে বোর্ডের সম্পর্ক শেষ হলো। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা রইলো। এবারের বিশ্বকাপ শুরুর দুই দিন আগে স্পেনের প্রধান কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করে দেশটির ফুটবল ফেডারেশন। এরপরই হিয়েরোকে কোচ হিসেবে নিয়োগ দেয় তারা।

হিয়েরোর অধীনে স্পেনও বেশি দূর যেতে পারেনি। বিশ্বকাপের শেষ ষোলতে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ২০১০’র চ্যাম্পিয়নরা। কোচিং ক্যারিয়ারে এর আগে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের দায়িত্ব পালন করেন হিয়েরো।

বিশ্বকাপ শেষে দেশে ফিরেই কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ১৯৮৯ থেকে ২০০২ পর্যন্ত স্পেন জাতীয় দলের হয়ে খেলেন ফার্নান্দো হিয়েরো। এর মধ্যে ৮৯ ম্যাচে ২৯ গোল করেন সাবেক এই ডিফেন্ডার।