স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিপক্ষের প্রথম সেমি ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার রাতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এবারের আসরে দুই দলই খেলেছে দারুণ ফুটবল। বেলজিয়াম আসরে সবচেয়ে বেশি গোল করা দল। তবে ১৯৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্স যে কোনো চ্যালেঞ্জ জয়ে তৈরি।
সেমি ফাইনালে উঠার পথে কোয়ার্টারে উরুগুয়েকে হারায় ফ্রান্স। অন্যদিকে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিলকে বাড়ি পাঠানোর কাজটা সারে বেলজিয়াম। যে ম্যাচে দারুণ সব কৌশল নিতে দেখা যায় বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজকে। এম্যাচেও যে তার চেয়ে ব্যতিক্রম কিছু হবে না তা বলাই যায়। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম সেই সব চ্যালেঞ্জ নিতে তৈরি।
সেমি ফাইনালে প্রতিপক্ষ নিয়ে দেশম নিজের ভাবনার কথা বলতে গিয়ে বলেন, ‘বেলজিয়াম এখানে ভাগ্যের ছোঁয়া নিয়ে আসেনি। ব্রাজিলের বিপক্ষে বিশেষ কৌশলে তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। আমাদের বিপক্ষেও তারা এরকম কিছু করবে হয়তো।’
আর যেটাই করুক কা কেন ফ্রান্স দলকে সতর্ক করছেন দেশম, ‘ম্যাচের শুরু থেকে যে কোনো পরিস্থিতি বা ম্যাচ চলার সময় পাল্টানো পরিস্থিতির জন্য আমার খেলোয়াড়রা যেন প্রস্তুত থাকে।’
কিলিয়ান এমবাপে, ডেম্বেলে, আতোইন গ্রিজম্যানরা নিশ্চয়ই তা মাথায় রাখবেন।