কেশবপুরে ল্যিগাল এইড কমিটির সদস্যদের সাথে মতবিনিময়

আব্দুল্লাহ আল ফুয়াদ, (কেশবপুর) যশোর: যশোরে কেশবপুর উপজেলার লিগ্যাল এইড কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

kpur newsআলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যশোরের স্পেশাল জজ (জেলা জজ) শেখ ফারুক হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম।

কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম নাইমুর রহমান, জেলা পি পি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট ইসহাক, কেশবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লা, মহিলা সংস্থা যশোরের সভাপতি লাইজু জামান, কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা প্রমুখ।