ডেস্ক রিপোর্ট: ঢাকায় আন্দোলনরত ক্ষুদে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে খুলনা।
বৃহস্পতিবার দুপুর একটা থেকে মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে শিববাড়ির মোড়ের আশে পাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বেপোরোয়া চালকের সর্বোচ্চ শাস্তি প্রদান ও সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ১৫ দফা দাবি জানিয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা মেডিকেল কলেজ, সরকারি বিএল কলেজ, আযম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, সরকারি মহিলা কলেজ, পাইনিয়র কলেজ, খুলনা পাবলিক কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খুলনা পলিটেকনিক কলেজ, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল, শহীদ মডেল স্কুলসহ বিভিন্ন স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।