বিনোদন ডেস্ক: আজ কলকাতার ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অপর্ণা অভিনীত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি। ফাকরুল আরেফীন খান পরিচালিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন ফরিদা চরিত্রে। এই ছবিতে আরো অভিনয় করেছেন ওপার বাংলার পরমব্রত, মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, সুমিত সেন, সুষমা সরকার, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, ওয়াকিল আহাদ, লালিম হক প্রমুখ। ছবিটি মুক্তি উপলক্ষে গতকাল অপর্ণা কলকাতায় উড়াল দিয়েছেন।
কলকাতায় ছবিটি মুক্তি প্রসঙ্গে অপর্ণা বলেন, এটা সত্যি দেশের জন্য অনেক বড় পাওয়া। ভারত আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশজুড়ে রয়েছে। তাই কলকাতার বাঙালিদেরও মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা আবেগ কাজ করে।
আশা করছি ছবিটি ওখানকার দর্শকদেরও ভালো লাগবে। ২০১৭ সালের ৩রা মার্চ বাংলাদেশে মুক্তি পেয়েছিল ফাকরুল আরেফীন খান পরিচালিক ‘ভুবন মাঝি’ ছবিটি। এই ছবিতে দেখানো হয়েছে একজন সাধারণ সংগ্রামী মানুষের জীবনে বিদ্রোহী হয়ে উঠার গল্প। গল্পের শুরু ১৯৭০ সালে শেষ হয় ২০১৩ সালে। সম্প্রতি এই ছবিটি লণ্ডনে একটি ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।
এদিকে, নতুন একটি চলচ্চিত্রের বিষয়েও অপর্ণার কথা হচ্ছে বলে জানান। নতুন ছবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনুরোধ করে। আমাদের চলচ্চিত্র আসলে পরিবর্তনের মধ্যদিয়ে যাচ্ছে। তাই ভেবেচিন্তে কাজ করতে চাই। সরকারি অনুদানের একটি ছবিতে কাজের ব্যাপারে কথাবার্তা চলছে। গল্পও পছন্দ হয়েছে। ছোট পর্দায় এই অভিনেত্রী বেশ ব্যস্ত সময় পার করছেন। একক ও ধারাবাহিক দুটোতেই সমান তালে তিনি কাজ করছেন। রাশেদ রাহার ‘মেঘে ঢাকা আকাশ’ আরবি প্রিতমের ‘সেমিকর্পোরেট’ শিরোনামের দুটি ধারাবাহিক তার হাতে রয়েছে। কলকাতা থেকে ফিরেই এই অভিনেত্রী ঈদের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।