শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত প্রমাণ করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাকে তথ্য প্রমাণ দেন, আমি বিচার করব।’ তিনি আরো বলেন, ‘আমরা স্ট্রংলি হামলার নিন্দা করি।’
সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’
গতকাল রোববার ছাত্র-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অস্ত্রের ব্যবহার এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদনসহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সড়ক পরিবহনমন্ত্রী জানান, গাড়ির ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং নবায়নের কাজে চাপ বাড়ায় শনি-বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে ছয়দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে বিআরটিএর কার্যক্রম।
এ সময় শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপের ঘটনাকে বিএনপির মহাসচিবের সমর্থনের সমালোচনা করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘উসকানিমূলক বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন করেন; তখনই এটা দিবালোকের মতো পরিষ্কার যে একটা অরাজনৈতিক, নিরীহ আন্দোলনকে বিএনপি এখন অনুপ্রবেশ ঘটিয়ে একে নোংরা, রাজনৈতিক উদ্দেশে তথা সরকার হঠানোর আন্দোলনে রূপ দিতে চাচ্ছে।’