রাজধানীর পাশাপাশি দেশের মহাসড়কগুলোতেও কোনোভাবে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আসন্ন ঈদ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে পুলিশের পদক্ষেপ ও তৎপরতার কথা তুলে ধরতে সোমবার পুলিশ সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিং তিনি একথা জানান।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে দেশজুড়ে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ। এই কর্মসূচির অংশ হিসেবে ফিটনেসবিহীন গাড়িকে ঢাকার রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না।