রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা আরো ছয়মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার জাতিসংঘে নিযুক্ত ইইউ এর স্থায়ী প্রতিনিধিদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

তাসের খবরে বলা হয়, সোমবার বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত বুধবার (৫ সেপ্টেম্বর) অনুমোদন পাবে এবং এরপর ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল সিদ্ধান্তটি বাস্তাবায়নের চূড়ান্ত অনুমোদন দেবে।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া রাশিয়ার বেশ কয়েজন সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।

তবে যেসব অভিযোগের ভিত্তিতে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। এছাড়া কোনো কোনো নিষেধাজ্ঞার বিপক্ষে পাল্টা পদক্ষেপও নিয়েছে পুতিন প্রশাসন।