চীন ইস্যুতে তিন রাষ্ট্রদূতকে ডেকেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্য আমেরিকার তিনটি দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছেন।

এসব দেশ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এক চীন নীতি মেনে নেয়ার পর মার্কিন সরকার রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল।

যেসব দেশ থেকে রাষ্ট্রদূত ডাকা হয়েছে সেগুলো হলো ডমিনিক্যান প্রজাতন্ত্র, এল সালভেদর এবং পানামা।

মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ওই তিন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা।

বিবৃতিতে বলা হয়েছে, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সরকার কীভাবে গণতান্ত্রিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে জোরদার সমর্থন দিতে পারে তার পথ খুঁজে বের করার জন্য তিন দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো হয়েছে। তারা মার্কিন প্রশাসনের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।