শ্রীলংকাকে হারাতে হলে খুব ভালো ক্রিকেট খেলতে হবে: তামিম

গত বছর হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের চাকরি ছেড়ে দেন চন্দিকা হাথুরুসিংহে।বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো হাথুরু দেখভাল করছেন নিজ দেশ শ্রীংলকা ক্রিকেট দলকে।

আগামী শনিবার সেই সাবেক কোচের দলের বিপক্ষেই খেলতে নামছে টাইগাররা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল বলেন, আমরা ভালো মানসিকতা নিয়েই আমাদের সাবেক কোচের দলকে হারাতে চাই। শ্রীলংকাকে হারাতে হলে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে।

হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যে বাংলাদেশ কালেভদ্রে জয় পেত, সেই বাংলাদেশকে সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছেন।

দীর্ঘদিন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করে যাওয়া হাথুরুসিংহে প্রসঙ্গে তামিম বলেন, ওনার সঙ্গে আমরা অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। কোচ হিসেবে তিনি আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কেউ তার কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না। আমরা তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি।