মেসি-রোনালদোকে ছাড়িয়ে এমবাপে

এক দশক ধরে ফুটবল বিশ্ব শাসন করে চলছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু এই দীর্ঘ ক্যারিয়ারে এ দুইজন যা পারেননি, তাই করে দেখিয়েছেন ফ্রান্সের বিস্ময় বালক কিলিয়ান এমবাপে। একাধিকবার বিশ্বকাপ খেলেও ফুটবলের সোনালি ট্রফিটি স্পর্শ করতে পারেননি মেসি কিংবা রোনালদো। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শিরোপা ঘরে তুলেছেন এমবাপে। শুধু তাই নয়, এ বয়সেই রোনালদো-মেসির রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।

এবারের বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপে। শুধু জাতীয় দলের হয়ে নয়, ক্লাব ফুটবলেও অসামান্য পারফরম্যান্স করে যাচ্ছেন এ পিএসজি তারকা। মেসি-রোনালদোর পর আগামী দিনের ফুটবলের সম্রাট ভাবা হচ্ছে তাকে। ১৯ বছর বয়সে এমবাপের ঝুলিতে যে অর্জন, ওই বয়সে মেসি-রোনালদো তার ধারে কাছেও ছিল না।

১৯ বছর বয়সে ক্লাব ও জাতীয় দলের হয়ে কে কত গোল করেছেন :

গোল

কিলিয়ান এমবাপে

লিওনেল মেসি

ক্রিস্তিয়ানো রোনালদো

ক্লাব

৫২ গোল

২৫ গোল

১৭ গোল

চ্যাম্পিয়ন্স লিগ

১০ গোল

২ গোল

০ গোল

দেশ

৯ গোল

৪ গোল

৭ গোল