কি আছে সৌম্যের ব্যর্থতার নেপথ্যে

জাতীয় দলে দারুণ সম্ভাবনা নিয়ে অভিষেক হয়েছিল সৌম্য সরকারের। শুরুটাও করেছিলেন দারুণ। কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেছেন এ তরুণ ব্যাটসম্যান। এশিয়া কাপে দল যখন দুবাইয়ে তখন তিনি ব্যস্ত নিজেকে ফিরে পাবার লড়াইয়ে। যথারীতি স্মরণাপন্ন হয়েছেন কোচ সালাউদ্দিনের। তাকে নিয়ে বেশ মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ফিল্ডিং কোচ। সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে মুমিনুল হক ও সৌম্যরা এ কোচেরই কাছে ছুটে যান নিজের সমস্যা নিয়ে। কোচও সুযোগ করে শিষ্যদের ভুল শুধরে দেয়ার কাজ করেন। যে কারণে তিনি জানেন কি কারণে সৌম্য ব্যর্থ আর সেখান থেকে বের হতে কি করতে হবে।

সৌম্যের ব্যর্থতা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমার কাছে মনে হয় সৌম্যর কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমার মনে হয় না তার কোনো মানসিক সমস্যা আছে। তার খেলার ধরন এক একদিন একেক রকম হতো- যদি তার মানসিক সমস্যা থাকতো। যেহেতু সে বিশেষ কিছু বলে বার বার আউট হচ্ছে, সেহেতু এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, আর কিছু না। আর এটা ঠিক করতে খুব বেশি সমস্যা হবে না। ইদানীং খেলা নিয়ে সে অনেক বেশি চিন্তা করে। হ্যাঁ, অতিরিক্ত চিন্তা অবশ্যই হিতের বিপরীত হতে পারে। অতিরিক্ত চেষ্টাও অনেকের জন্য হিতের বিপরীত হতে পারে। কিন্তু আমার মনে হয় সে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা করছে, সেটা তার জন্য অনেক ফল বয়ে আনবে।’

কীভাবে এ সমস্যা থেকে মুক্তি পাবে তা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘সে প্রায় সময় দেখা যায় বের হয়ে যাওয়া নতুন বলে স্লিপে ক্যাচ আউট হচ্ছে। অফ স্পিনে মাঝে মাঝে আউট হচ্ছে। এই দুইটা বলেই বেশিরভাগ আউট হচ্ছে। মিড উইকেট ও লং অনেও আউট হতে দেখা যায়। আপনি তার পুরো খেলাটা অ্যানালাইসিস করলে দেখবেন, এভাবেই আউট হয় সে। এটা আসলে টেকনিক্যাল সমস্যা, সে কোন দিকে মারতে যাচ্ছে সেটা নিশ্চিত না। এগুলো ধরতে পারা সহজ। তার আউটের ধরন দেখলে বোঝা যায়, এগুলো ঠিক করা খুব কঠিন কিছু না। টেকনিক্যাল সমস্যাগুলো একটু ঠিক করলেই সে আরো ভালো ব্যাটসম্যানে পরিণত হবে।’