শনিবার দ্বিতীয় ওভারেই বাঁ কবজিতে চোট পেয়েছিলেন। বেরিয়ে আসতে হয়েছিল মাঠ থেকে। স্ক্যানে দেখা যায়, ভেঙেছে কবজি। এশিয়া কাপে আর খেলাই সম্ভব নয়। তার পরেও নয় উইকেট পড়ার পর ৪৭তম ওভারে তামিম ইকবালকে ব্যাট হাতে ক্রিজে যেতে দেখে অবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব।
২৯ বছর বয়সী তামিম তিন বলে দুই রান করে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। যখন ফিরলেন, তখন নয় উইকেটে বাংলাদেশ ২২৯। বাকি তিন ওভার। তামিম নেমে এক হাতে খেলেন ওই ওভারের শেষ বল।
তাঁকে অবশ্য বাকি সময় আড়াল করে রাখেন মুশফিকুর। তবে এক হাতে তাঁর ব্যাটিং ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। বলা হয়, সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য নজির তৈরি করলেন তিনি। শেষ উইকেটে শতরানকারী মুশফিকুরের সঙ্গে তাঁর ৩২ রানের বাংলাদেশকে আড়াইশোর ওপারে পৌঁছেও দেয়। এবং বাংলাদেশ জিতেই শুরু করে এশিয়া কাপে অভিযান।