স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে হলো পান্ডিয়াকে

ভারত-পাকিস্তান ম্যাচে বোলিং করার সময় হঠাৎ ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তান ইনিংসের ১৮তম ওভারে নিজের পঞ্চম ওভারটি করছিলেন পান্ডিয়া। ওভারের পঞ্চম বলটি করেই মাটিতে পড়ে যান এই ভারতীয় অলরাউন্ডার।

পান্ডিয়ার ওই ওভারে পাকিস্তানের হয়ে ব্যাট করছিলেন শোয়েব মালিক ও বাবর আজম। পান্ডিয়া পড়ে যাওয়ার পর তার কাছে ছুটে যান দুই ব্যাটসম্যান। এরপর ফিজিও ছুটে আসেন। শেষ পর্যন্ত তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পান্ডিয়া পিঠের নিচের অংশে তীব্র আঘাত পেয়েছেন। সে এই মুহূর্তে দাঁড়াতে পারছেন। মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছে। পরবর্তীতে আরো আপডেট জানানো হবে। মণীশ পান্ডিয়া এখন তার বদলে ফিল্ডিং করছে।’

দুবাইয়ে এমনিতেই প্রচণ্ড গরম। ৪১ ডিগ্রি তাপমাত্রায় খেলা হচ্ছে দুবাই স্টেডিয়ামে। যে তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতেও কষ্ঠ হচ্ছে অনেক খেলোয়াড়ের। হংকংয়ের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি।