টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আফগানিস্তান দলে নাজিবউল্লাহর জায়গায় শেনওয়ারি

একটি পরিবর্তন এসেছে আফগানিস্তান দলে। নাজিবউল্লাহ জাদরানের জায়গায় একাদশে ফিরেছেন সামিউল্লাহ শেনওয়ারি।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, আসগর আফগান, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, ইহসানউল্লাহ জানাত।

বাংলাদেশ দলে তিন পরিবর্তন

চোটের জন্য এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিম ইকবালের। পিঠের ব্যথার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।

ওয়ানডে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি পেসার আবু হায়দারের। ২০১৫ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, টস জিতে ব্যাটিং নিতেন তিনিও।