আজ থেকে শুরু হলো যুব এশিয়া কাপ

রাতেই টান টান উত্তেজনায় পর্দা নামলো এশিয়া কাপের ১৪তম আসরের। তার কিছু সময় না যেতেই বাংলাদেশের শুরু হলো এশিয়ার যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াই অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ।

আজ সকাল ৯ টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পাকিস্তান এবং হংকং-এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ। উদ্বোধণী দিন চারটি খেলা রয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ- শ্রীলংকা।

দিনের অন্য দুই ম্যাচে ‘এ’ গ্রুপে সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে লড়ছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আর বিকেএসপির তিন নম্বর মাঠে ভারতকে মোকাবেলা করেছে নেপাল।

‘বি’ গ্রুপে আছে- বাংলাদেশ, শ্রীলংকা, হংকং এবং পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৭ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে।